ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

হাতিরঝিলে মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় রেজোয়ানুল কবির শুভ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। এ ঘটনায় মিঠুন হোসেন মিঠু (৩১) গুরুতর আহত হন। তার অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার সকাল ৮টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর গিয়ে ওই দুই যুবককে রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের পাশে মোটরসাইকেলটিও পড়ে ছিল। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে। আহত যুবকের অবস্থাও অাশঙ্কাজনক।

এসআই সুব্রত দেবনাথ আরো জানান, তাদের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিচয় জানা গেছে। তারা দুজনই আদাবর এলাকায় থাকে। শুভ আদাবর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাবার নাম রেজানুল করিম। আহত মিঠু আদাবর থানার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং তার বাবার নাম নুরুল হক।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত