ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

৩ খুন করে মার্কিন তরুণের দাবি

‘হরর মুভি দেখে করেছি’

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ২ জুন ২০১৬   আপডেট: ২২:২৯, ২ জুন ২০১৬

জোনাথান ক্রুজ                         -ফাইল ফটো

জোনাথান ক্রুজ -ফাইল ফটো

দ্য পার্জ নামে একটি হরর মুভির কাহিনীতে প্রভাবিত হয়ে ১৯ বছর বয়সী এক মার্কিন তরুণ তিন ব্যক্তিকে হত্যা করেছে বলে দাবি করেছে। জোনাথান ক্রুজ নামের ওই ঘাতক গোয়েন্দাদের জানায়, সে আসলে হত্যা নয়, শুদ্ধিকরণ (পার্জিং) করছিল।

click www.newsone24.com

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের এই গা শিউড়ানো ঘটনায় মোট তিনজনকে হত্যা করা হয় ৪ দিন সময়ের মধ্যে।

হত্যা, ডাকাতি ও অন্যান্য অপরাধের দায়ে বৃহস্পতিবার আদালতে ক্রুজের প্রাথমিক শুনানির দিন ধার্য ছিল। মে মাসের ১২তারিখে বিলি বয়েড এবং জে হিগিংবোথাম নামের দুজনকে গুলি করে হত্যা করে সে। এরপর ১৫মে একই কায়দায় জোস রুইজ নামের অপর ব্যক্তিকে হত্যা করে সে। ১৬ মে তাকে গ্রেফতার করা হয়। তার সেলফোনে হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

চাঞ্চল্যকর এই সিরিয়াল কিলিং মামলায় বাদী পক্ষের আইনজীবী টেরি কারি আদালতে ক্রুজের মৃত্যুদণ্ড চাইবেন বলে জানান। আদালত সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডই হবে ক্রুজের।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পাওয়া ইথান হাওক অভিনীত ওই হরর মুভিতে দেখানো হয়- অপরাধ সংঘটনে ১২ ঘণ্টা সময় দেওয়া হয় যে সময়টায় ঘটানো দুষ্কর্মের জন্য কোনো বিচারের মুখোমুখি হতে হবে না।

অপরদিকে, ২০১৩ সালের জানুয়ারিতে জেইক ইভান্স নামে ১৭ বছর বয়সী মর্কিন কিশোর তার মা ও ১৫ বছর বয়সী বোনকে হত্যার পর এজন্য দায়ী করেছিল হরর মুভি হ্যালুইনকে (রিমেক করা)। তার দাবি ছিল, ওই ছবি থেকেই সে মা-বোনকে হত্যার আইডিয়া পায়। আইবিটাইমস, এমিরেটস২৪৭

নিউজওয়ান২৪.কম/আরএম

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত