ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

স্মার্টনেস এর শর্তগুলো... 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ২১ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

সবাই চায় নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে। বাহ্যিক সৌন্দর্য্যের একটি অন্যতম উপাদান হচ্ছে সুন্দর করে কথা বলা, ভাব প্রকাশে সৌন্দর্য্য।

সুন্দর করে কথা বলা সত্যিই একটা আর্ট, যা সবাই পারে না। স্মার্টনেস এর প্রথম শর্ত হলো সুন্দর করে কথা বলা এবং সবার মাঝে উপস্থাপন করা। দেখা যায় অনেকেই অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও উপস্থাপনের ঘাটতি থাকায় কেউ তাতে আগ্রহ দেখায় না।

নিজের চেষ্টা এবং সামান্য কিছু গাইডলাইনই যথেষ্ট। উপস্থাপন আরও চমকপ্রদ করতে সুন্দর করে কথা বলার কয়েকটি গাইডলাইনই যথেষ্ঠ, জেনে নিন কিছু গাইডলাইন-

(১) নিজেকে বিশ্লেষণ করেত হবে: 

প্রথমেই নিজেকে বিশ্লেষণ করতে হবে। তুমি কী বিষয়ে কথা বলছ, কীভাবে কথাটি শুরু করছ, কার সঙ্গে কথা বলছ। সেটি কি খুব বেশি কর্কশ , খুব মিষ্টি নাকি স্বাভাবিক। যেই বিষয় নিয়ে তুমি কথা বলছ সেই বিষয়ে তোমার দক্ষতা কেমন এটি জানা ও খুব গুরুত্বপূর্ণ। সুন্দর করে কথা বলা পুরোটাই চর্চার ওপর নির্ভরশীল।

(২) আগে অন্যের কথা শুনুন:

কোনো একটা আলোচনায় যোগ দিলে আগে শুনুন কে কী বলছে। এটা সব সময় সম্ভব নয়, কারণ আপনি যদি সঞ্চালক হন তবে আপনাকেই আগে কিছু বলতে হবে। কে কিভাবে কথা বলছেন সেটাও খেয়াল করুন। যিনি সুন্দর করে কথা বলছেন তাকে খুব মনোযোগ দিয়ে শুনুন।

(৩) স্পষ্ট ভাষায় কথা বলুন: 

যে ভাষা সবাই বুঝতে পারে সে ভাষায় কথা বলা উচিৎ। উচ্চারণ শুদ্ধ করে কথা বললে সেটা শুনতেও অনেক ভালো লাগে। সঠিক বাংলা শব্দ উচ্চারণ করে সবাইকে তাক লাগিয়ে দেয়া যায়। যদি খুব বেশি দরকার হয় তাহলে উচ্চারণের ওপর বেশকিছু কোর্স করে নিতে পারেন।

(৪) আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন: 

যখন যা বলবেন আত্মবিশ্বাস নিয়েই বলুন। দ্বিধা নিয়ে কোনো কিছুই বলা উচিত নয়। আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে যে কেন আপনি এত আত্মবিশ্বাস নিয়ে বলছেন, সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের সুন্দর ব্যাখ্যা দিয়ে দিন। এবং তাকে সঙ্গে সঙ্গেই এর জন্য একটা ধন্যবাদ জানিয়ে দিবেন।

(৫) কথার মাঝে গ্যাপ রাখার চেষ্টা করুন: 

কথা শুধু রেলগাড়ির মত বলে যাবেন না। আবার ষ্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার মত বিশ্রামও নিবেন না। দাঁড়ি কমা কিংবা বিরাম এর সময় নিন। যাতে আপনার কথা বা বক্তব্য সবার বুঝতে সুবিধা হয়। এতে আপনার কথার প্রতি সবার মনোযোগ আসবে।

(৬) অঙ্গভঙ্গির সঠিক ব্যবহার করা: 

কথা বলার সময় সংশ্লিষ্ট অঙ্গভঙ্গি গুরুত্বের সঙ্গে দেখা হয়। অনেকেই এক হাত নাড়িয়ে কথা বলেন। আবার অনেকেই দু’হাত নাড়িয়ে কথা বলেন। আবার অনেকে হাত না নাড়িয়েই কথা বলেন। যখন যা বলবেন তা বুঝাতে যেভাবে অংগ সঞ্চালন করা দরকার তখন সেটাই করা উচিত। এতে আপনার কথা বুঝতে সবার সুবিধা হবে।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত