ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ১৬ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে সিলিন্ডারে অক্সিজেন রিফুয়েলিং করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। 

মঙ্গলবার সকালে নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফেনী জেলার মো. ছাবেদ ও বরিশালের পবিত্র কুমার দাশ। দগ্ধ আরেক শ্রমিক নুর ওসমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, শফিকুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন কোম্পানিতে সকালে সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুইজন মারা যান। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া বলেন, হাসপাতালে আনার পর ছাবেদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পবিত্র কুমার দাশের। ওসমানকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত