ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সাঁটলিপি কি?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৭ অক্টোবর ২০১৮  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


সাঁটলিপি যার ইংরেজি Shorthand এর আভিধানিক অর্থ হলো সংকেত লিপি বা সাঁটলিপি। 

এটি এক ধরনের সংকেত ব্যবহার করে দ্রুত লেখার কাজ সম্পন্ন করা হয়। 

সাঁটলিপি আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে চিঠিপত্র, বক্তৃতা, বিবৃতি ইত্যাদি কম সময়ে নির্ভুলভাবে লেখার জন্য এটা কার্যকরী হাতিয়ার হিসেবে কাজ করছে। সাধারণ অর্থে, দ্রুত লেখার বিশেষ সংকেত ব্যবহার করে দ্রুত লিপিবদ্ধ করার কৌশলই হলো শর্টহ্যান্ড বা সাঁটলিপি।

যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় :
সাংবাদিকতা, কোর্টে জজ সাহেবের বক্তব্য/রায়, যেকোনো আলোচনা, পর্যালোচনা, বিবৃতি, ধারাবিবরণী, বক্তৃতা, বির্তক, কথোপকথন ইত্যাদিকে সাধারণ লেখার তুলনায় অধিক দ্রুত গতিতে নির্ভুলভাবে লিপিবদ্ধ করার ক্ষেত্রে সাঁটলিপি ব্যবহার করা হয়। 

নিউজওয়ান২৪/এমএম

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত