ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

শ্রীলংকায় গির্জা ও হোটেলে সিরিজ বিস্ফোরণ, নিহত ৫২ আহত ৩০০

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২১ এপ্রিল ২০১৯  

বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ একটি গির্জার প্রার্থণা হল

বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ একটি গির্জার প্রার্থণা হল

শ্রীলংকার রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি গির্জাসহ কয়েকটি স্থানে দফায়-দফায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫২ জন নিহতের খবর পাওয়া গেছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালনকালে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।

বিস্ফোরণস্থলগুলোর মধ্যে কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেল সাংগ্রিলা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি রয়েছে। এছাড়াতিনটি গির্জায় অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে বলে জানায় বিবিসি। যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া। এসব গির্জায় ও হোটেলে ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল। হামলকারীরা এমনি মোক্ষম সময়কে বেছে নিয়েছে যখন সেসব স্থানে অনেক লোকের সমাবেশ ছিল। 

হামলার শিকার তিনটি গির্জার মধ্যে একটি কলম্বোতে, একটি পূর্বাঞ্চলীয় শহর বাতিকোলায় এবং অপরটি রাজধানীর অদূরে নিগোম্বো শহরে অবস্থিত।

প্রথম বিস্ফোরণটি ঘটে কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চে। এর পরেরটি ঘটে রাজধানীর অদূরে নিগোম্বো শহরে অবস্থিত সেবাস্টিয়ান চার্চে। তৃতীয় বিস্ফোরণটি ঘটে পূর্বাঞ্চলীয় শহর বাতিকোলায়।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় দ্য ডেইলি মিরর জানিয়েছে, আহতদের মধ্যে বিদেশি পর্যটক রয়েছে। কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ২৮০ জনকে আহত অবস্থায় নেওয়া হয়েছে। তবে এই সংখ্যা তিন শ হতে পারে বলে জানায় হাসপাতাল সূত্র। 

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এখন পর্যণ্ত কেউ ঘটনার দায় স্বীকার করেনি।

বৌদ্ধ প্রধান শ্রীলংকায় খ্রিস্টানদের সংখ্যা মাত্র ৬শতাংশ। এনবিটি, বিবিসি

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত