শ্মশানে রাখা মায়ের মরদেহের সঙ্গে সেলফি!
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
বর্তমান সময়ে সেলফি আধুনিক জীবনের একটি অন্যতম অংশ। ঘটনা হোক কিংবা দুর্ঘটনা, সেলফি তোলা বর্তমানে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি। অনেকে ঘুম থেকে উঠে কিংবা ঘুমানোর আগ মুহূর্তে, এমনকি খাওয়ার সময় কিংবা প্রার্থনায় বসেও সেলফি তুলতে মগ্ন হয়ে যান। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির মতো ঘটনাও প্রায়ই ঘটে।
তবে শ্মশানে রাখা মায়ের মরদেহের সঙ্গে কেউ সেলফি তুলছেন, এমন নজির সম্ভবত আগে ঘটেনি। এবার সেই ঘটনাই ঘটিয়েছেন ভারতের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা গণেশ দাস।
মৃত মায়ের সঙ্গে তোলা সেই সেলফি তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল হয়ে গেছে। শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
গণেশ দাস স্বর্ণালঙ্কার তৈরির কাজ করেন। কাজের সূত্রে তাকে থাকতে হয় অন্য রাজ্যে। বুধবার রাতে সংবাদ পান তার মা গীতাকে সাপে কেটেছে। চিকিৎসার সেজন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়ার প তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যু সংবাদ পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন গণেশ। কিন্তু ততক্ষণে তার দুই ভাই ও বোনেরা সৎকারের জন্য মায়ের দেহ নিয়ে শ্মশানে পৌঁছে গেছেন। শুনেই বাড়ি থেকে সোজা শ্মশানে ছুটে যান গণেশ। সেখানে গিয়ে দেখেন মায়ের দেহ দাহ করার জন্য বাঁশের খাটিয়ায় শুইয়ে রাখা হয়েছে। এ সময় সেই দেহের সঙ্গেই সেলফি তোলেন গণেশ।
মায়ের দেহ সৎকারের কাজ শেষে সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন গণেশ। এর পরই সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই সেই সব সমালোচনার জবাবও দিয়েছেন গণেশ। তিনি জানান, মাকে খুব ভালবাসতেন তিনি। সে কারণেই স্মৃতি ধরে রাখতে মায়ের মরদেহের সঙ্গে এই সেলফি তুলেছেন তিনি।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন