শিয়ালের উৎপাতে আতঙ্কে তারাগঞ্জবাসী
নিউজ ডেস্ক

ফাইল ফটো
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামে শিয়ালের উপদ্রব বেড়েছে। গত দুই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। এই ঘটনার পর এলাকার লোকজন আতঙ্কে আছেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামের পাশে প্রায় ১৫ একর জমিতে একটি কবরস্থান রয়েছে। কবরস্থান এলাকায় হঠাৎ করে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। শিয়াল হাঁস-মুরগি খাচ্ছে। শুধু তা-ই নয়, শিয়ালের উৎপাতের জন্য কবরস্থানের পাশ দিয়ে লোকজন যাতায়াত করতে পারছেন না। মানুষ কামড়াচ্ছে শিয়াল।
গতকাল রোববার সন্ধ্যায় ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় শিয়ালের কামড়ের শিকার হন কয়েকজন ব্যক্তি। তারা হলেন হাড়িয়ারকুঠি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মোক্তার মুন্সি (৪৮), ফকির মিয়া (৫০), আদাহিন্না গ্রামের শাহাজাদা মিয়া (৫৫), বাচ্চানি বেগম (৪৫) ও ফজলু মিয়া (১৫)। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আগের দিন শনিবার সকালে মাঠে কাজ করতে গেলে ইউনিয়নের সরকারপাড়া গ্রামের পাংশি বানু (৫০) ও বুলবুল আহম্মেদ (২৮), পাটোয়ারীপাড়া গ্রামের বদির উদ্দিন (৪০), মেনানগর গ্রামের ইকরামুল হক (২৯) ও তৈয়ব আলী (৪৪) শিয়ালের আক্রমণের শিকার হন। তাঁরা রংপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, শিয়ালের অত্যাচারে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষ দুটি শিয়ালকে মেরে ফেলেছে। এ ঘটনার পর এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। দিনে-রাতে শিয়াল হাঁস–মুরগি ধরে নিয়ে যাচ্ছে। মানুষকে কামড়াচ্ছে।
শিয়ালের উৎপাতের বিষয়টি তারাগঞ্জ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা