শিকার ধরতে গিয়ে নিজের প্রাণ গেল (ভিডিও)
ইত্যাদি ডেস্ক

শিকার ধরতে গিয়ে ১২ ফুট দীর্ঘ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে চিতাবাঘ। কিন্তু বিদ্যুৎ কতটা ভয়ানক তা প্রাণ দিয়েই টের পেতে হল। শিকার ধরতে গিয়ে তাই নিজেই পরিণত হল শিকারে। বিদ্যুতের তারে জড়িয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিতা বাঘটির। সোমবার ভারতের তেলাঙ্গানার নিজ়ামাবাদ জেলার মল্লারাম এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এলাকাটির কাছের জঙ্গল থেকে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে যেত। স্থানীয়রা বেশ কিছুদিন ধরে বিষয়টি লক্ষ্য করে বন বিভাগকেও জানান। তারা নিজেরাও সতর্ক থাকতেন। কিন্তু ওইদিন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ায় শেষ পর্যন্ত মৃত্যুই হল বাঘটির।
বন বিভাগের কর্মকর্তারা জানান, চিতাবাঘটির শরীরে হাই ভোলটেজের তার জড়িয়ে গিয়েছিল। ফলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। খুঁটি থেকে চিতার দেহ ঝুলছে, এমন খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসেন স্থানীয়রা।
পরে বন বিভাগকে জানানো হলে সেখানকার কর্মীরা বিদ্যুৎ সরবরাহ সাময়িক বিচ্ছিন্ন করে চিতা বাঘের দেহটি নিচে নামিয়ে আনেন। তাদের মতে, খাবারের খোঁজেই চিতাটি জঙ্গল থেকে লোকালয়ে এসেছিল। শিকারের পিছু নিয়ে সম্ভবত সেটি খুঁটিতে উঠে পড়েছিল।
চিতাবাঘের মরদেহ পরীক্ষা করে বন বিভাগ জানায়, ৪ বছর বয়সের শ্বাপদটি সম্ভবত ক্ষুধার যন্ত্রণায় লোকালয়ে প্রবেশ করে। কেননা, মল্লারামের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে ঘন জঙ্গল।
নিউজওয়ান২৪.কম
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো