ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু

লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৭, ৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সাতঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে বুধবার সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে ফেরি কনকচাঁপা ভোলায় উদ্দেশ্যে ছেড়ে গেছে। ৮টায় ছেড়ে গেছে কলমিলতা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল কিরম রাজু বলেন, রাতে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পারার ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ৯টি ট্রাকসহ ১৫টি যানবাহন নিয়ে কনকচাঁপা ও যাত্রীবাহী বাস নিয়ে ৮টায় কলমিলতা ছেড়ে যায়।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত