ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৬, ২৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় রিকশা চালক রিপন মিয়া ও রিকশার যাত্রী হামিদা বেগম নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো একজন।

উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গাউছিয়া এলাকার একটি হাসপাতাল থেকে রিকশাযোগে নিজ বাড়িতে ফেরার পথে কুশাব এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট -১৮-৯৭১৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নরাবটেক এলাকার চান মিয়ার ছেলে রিপন মিয়া ও রিকশার যাত্রী একই এলাকার মোস্তফার স্ত্রী হামিদা বেগম নিহত হয়। আহত হয় এক জন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার ও ট্রাকটি আটক করেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত