ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রাজধানীতে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৭, ২৮ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর আফতাব নগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. সাহজাহান সাজু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। এসময় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত