ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

রাজধানীতে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২১:২৩, ১৪ এপ্রিল ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও সেনা এবং নৌবাহিনীর সদস্যদের যৌথ প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
 
রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ।

তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত ওই ফায়ারম্যানের নাম রুহুল আমিন।

এর আগে এদিন বিকাল ৫টা ১০ মিনিটে ১০ তলা ওই ভবনের ৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে ঘটনাস্থলে আরও ৫টি ইউনিট পাঠানো হয়। মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কাফরুল থানার ওসি আসলাম সংবাদ মাধ্যমকে জানান, ‘ওই বিল্ডিংয়ের ছয় তলার এক পাশে আগুন লেগেছে। সেখানে একটি পোশাক কারখানার মালামাল ছিল।’

তিনি জানান, পহেলা বৈশাখের কারণে সেখানে কোনো লোকজনও ছিল না তাই হতাহতের সম্ভাবনা নেই।

উল্লেখ, সিটি পার্ক নামে ওই বিল্ডিংয়ের ২য় ও ৩য় তলায় চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার রয়েছে। চতুর্থ তলা থেকে উপরের অংশে পোশাক কারখানা।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত