ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

যুক্তরাষ্ট্র মনে করছে আবারো হামলা হতে পারে শ্রীলঙ্কায়

প্রকাশিত: ১৩:৪৪, ২২ এপ্রিল ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

মাত্রই সিরিজ বোমা হামলায় ক্ষতবিক্ষত আর শোকস্তব্ধ শ্রীলঙ্কায় ফের হামলা হতে পারে উল্লেখ খরে দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। আজ (সোমবার) মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, শ্রীলঙ্কায় আরও সন্ত্রাসী হামলা হতে পারে। গতকাল (রবিবার) দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিতে পরপর ৮টি স্থানে সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত ও পাঁচ শতাধিক  আহত হন। 

নিহতদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এমপি শেখ সেলিম এমপি’র নাতি আট বছর বয়সী জায়ানও রয়েছে। এছাড়া জায়ানের বাবা তথা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা সতর্কতা বার্তায় বলা হয়েছে, কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই পর্যটন এলাকা, দেশটিতে র্মীয় স্থাপনা, গণপরিবহন, মার্কেট কিংবা শপিং মল, হোটেল, বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য জনবহুল এলাকায় যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, যারা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা দেশটিতে ভ্রমণে যাচ্ছেন তাদেরকে মার্কিন পররাষ্ট্র দফতরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামের (এসটিইপি) সঙ্গে সংশ্লিষ্ট থাকতে বলা যাচ্ছে। সেখান থেকে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেয়া হবে।

রবিবারের বিস্ফোরণস্থলগুলোর মধ্যে কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেল সাংগ্রিলা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি রয়েছে। এছাড়া তিনটি গির্জায় অন্তত ছয়টি বিস্ফোরণ হয়। যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলোতে ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল। হামলকারীরা এমনি মোক্ষম সময়কে বেছে নিয়েছে যখন সেসব স্থানে অনেক লোকের সমাবেশ ছিল। 

হামলার শিকার তিনটি গির্জার মধ্যে একটি কলম্বোতে, একটি পূর্বাঞ্চলীয় শহর বাতিকোলায় এবং অপরটি রাজধানীর অদূরে নিগোম্বো শহরে অবস্থিত।

প্রথম বিস্ফোরণটি ঘটে কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চে। এর পরেরটি ঘটে রাজধানীর অদূরে নিগোম্বো শহরে অবস্থিত সেবাস্টিয়ান চার্চে। তৃতীয় বিস্ফোরণটি ঘটে পূর্বাঞ্চলীয় শহর বাতিকোলায়। অপরদিকে, পাঁচ তারকা হোটেলগুলোতে বিস্ফোরণ ঘটানো হয় সকালে নাস্তার ভীড়ের মাঝে।

নিউজওয়ান২৪.কম/আরএ

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত