মোদির জীবনী নিয়ে সিনেমা ও মোদি টিভির ওপর নিষেধাজ্ঞা

বুধবার ভারতের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির বায়ো-পিক (জীবনী নির্ভর চলচ্চিত্র) 'মোদি'র মুক্তি নিষিদ্ধ করেছে। একই সাথে, নমো (নরেন্দ্র মোদি) টিভির সম্প্রচারও লোকসভা নির্বাচন চলা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের এক সিনিয়র কর্মকর্তা এ নির্দেশনার কথা জানান জাগরন.কমকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে নির্মিত সিনেমার মতো তার নামের টিভি চ্যানেল নমো টিভির (ষৃমগ ঠর) সম্প্রচারও বন্ধ থাকবে।
অপরদিকে, একইদিন নরেন্দ্র মোদির টিভি চ্যানেল বিষয়ে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মোদির পক্ষের আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
আগামীকাল (বৃহস্পতিবার) ভারত জুড়ে শুরু হতে যাচ্ছে উৎসবমুখর লোকসভা নির্বাচন।
উল্লেখ্যযোগ্য বিষয় হলো, মোদির চলচ্চিত্রটি রিলিজের ঠিক একদিন আগে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাটি এল।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, কোনো চলচ্চিত্র যা কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের প্রভাবক হিসেবে কাজ করে তা (নির্বাচন চলাকালে) ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা উচিৎ নয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভারতের লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রথম ভাগে দেশটির ২০টি রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার সাধারণ নির্বাচনে সাত ধাপে মোট ৫৪৩ আসনে লড়বেন প্রার্থীরা। সরকার গড়তে যেকোনো দল বা জোটকে ২৭২ আসন পেতে হবে। এদিকে, নির্বাচন শুরুর দুইদিন আগে করা চারটি জরিপের ফলাফলে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের নির্বাচনে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন