ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মোদিকে নিজের ‘আসল রূপ’ দেখতে আয়না উপহার মুখ্যমন্ত্রীর!

প্রকাশিত: ১০:৪৬, ২ এপ্রিল ২০১৯  

মোদি ও ভূপেশ      -ফাইল ফটো

মোদি ও ভূপেশ -ফাইল ফটো

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আয়না উপহার পাঠিয়ে বলেছেন তাতে নিজের আসল চেহারাটা দেখে নিতে।  লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনের গুরুত্বপূর্ণ স্থানে আয়নাটি স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি।

গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী মোদির কাছে আয়না উপহার পাঠানোর পর বাঘেল তাকে উদ্দেশ্য করে টুইট করে বলেছেন, আমি আপনাকে এই আয়না উপহার স্বরূপ পাঠাচ্ছি।  আপনি জনকল্যাণমূলক কাজে চলাচলের পথে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় এই আয়নাটি রাখুন, যেখান দিয়ে সর্বাধিক বার যাতায়াত করেন তেমন স্থানে, যাতে আপনি এই আয়নাতে বারবার আপনার মুখটি দেখে আপনার আসল চেহারা সনাক্ত করার চেষ্টা করতে পারেন।  

প্রধানমন্ত্রীকে এভাবে আয়না পাঠানোর পর ছত্তিশগড় রাজ্যে এখন ‘আয়না রাজনীতি’ শুরু হয়েছে। অন্য কংগ্রেস নেতারাও ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে আয়না পাঠাচ্ছেন।

বাঘেল মোদিকে আরো বলেন, হয়তো আপনি এই আয়নাটা ব্যবহার করেন না, তবে দেশের ১২৫ কোটি জনগণ আগামী নি্র্বাচনে আপনাকে এবার আয়না দেখাবে। 

এ ব্যাপারে নরেন্দ্র মোদি বা তার দল বিজেপি থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

ছত্তিশগড় প্রদেশ কংগ্রস প্রধান বাঘেল এই নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ২০১৮ সালে তৃতীয় দফায় তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। এনবিটি, এনডিটিভি, উইকিডিপিয়া

নিউজওয়ান২৪.কম/এসবি

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত