ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মুম্বাইয়ের অ্যারে বনাঞ্চলে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ের গোরেগাঁওয়ের অ্যারে কলোনির বনাঞ্চলে সোমবার সন্ধ্যায় প্রায় চার কিলোমিটার জুড়ে ভয়াবহ এক আগুন ছড়িয়ে পড়ে। তবে ওই এলাকায় বসবাসকারী উপজাতীয় লোকজন এবং গাছপালা ও বন্যপ্রাণির জীবনের জন্য হুমকি হয়ে ওঠা আগুন দ্রুতই নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। 

দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা আগুন নিভিয়ে ফেলেছেন। এর আগে, পাহাড় থেকে আসা বাতাসের কারণে পার্শ্ববর্তী আবাসিক এলাকায় ওই আগুন ছড়িয়ে পড়ছিল। তবে ভয়াবহ আগুনে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, ভয়াবহ ওই অগ্নিকাণ্ড বহু দূর, এমনকি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে থেকেও দেখা গেছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহাকারী ওই অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। মুম্বাইয়ের বিখ্যাত ফিল্ম সিটির কিছু অংশ এই অ্যারে কলোনিতে পড়েছে।

প্রধান দমকল কর্মকর্তা প্রভাত রাহানংদালে বলেছেন, যদি আগুন ওই এলাকা বাসিন্দা ও গবাদি পশুর জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে যেন সব পুলিশ স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষকে জানায় সেটির নির্দেশ দেয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ওই আগুন লাগে। তিনি বলেন, পরে ওই আগুন আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। তবে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত ওই আগুন নিউ মাধা কলোনির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত