ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৯:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে, নিহত মালেক মাদক ব্যবসায়ী। তার নামে ১১টি মাদক মামলা রয়েছে।


মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার নগর কসবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্য এএসআই মোর্শেদ ও নায়েক লোকমান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের বাড়ি মুন্সীগঞ্জ সদরের ইসলামপুর এলাকায়।

র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মোহিতুল ইসলাম জানান, মীরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় র‌্যাবের একটি টহল টিমের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর অন্তত ১৫ মিনিট বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা আব্দুল মালেকের গুলিবিদ্ধ মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত