মিশরীয় যুবকের প্রেমে মগ্ন বিল গেটস কন্যা
ইত্যাদি ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনী ও টেক জায়ান্ট মাইক্রোসফট’র প্রতিষ্ঠাতা বিল গেটস কন্যার প্রেম নিয়ে আগ্রহ লাখো তরুণের। কিন্তু সবার হৃদয় ভেঙে দিয়ে এক মিশরীয় যুবকের প্রেমে মগ্ন ২১ বছরের সুন্দরী জেনিফার।
ঠিক যেন ঘোড়ায় চড়ে জেনিফারের জীবনে প্রবেশ করলো এই ঘোড়সওয়ার। মিশরীয় এই যুবকের নাম নায়েল নেসার।
ফরাসি দৈনিক লে প্যারিসিয়ান’র এক প্রতিবেদনে দাবি করা হয়, বিল গেটস কন্যা আসলে এই ঘোড়সওয়ারের প্রেমেই পড়েছেন।
নেসারকে সম্প্রতি গেটস পরিবারের সঙ্গে দেখা গেছে। ইন্টারন্যাশনাল জাম্পিং মন্টি কার্লোর ১২তম পর্বে তাদেরকে একসঙ্গে দেখা যায়।
লে প্যারিসিয়ান’র প্রতিবেদনে বিস্তারিত বলা না হলেও এতে দাবি করা হয়, নেসারে ব্যাপারে আগ্রহী জেনিফার গেটস। জেনিফারকে নিয়ে নেসারের অনুভূতিও একই রকমের বলা জানা গেছে।
ওই ক্রীড়া প্রতিযোগিতাতে দুজনকে সাইডলাইনে একসঙ্গে দেখা যায়। বাবা বিল গেটসও সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে সৌদি আরবভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম আল-আরাবিয়া নেসারের ব্যাপারে খোঁজ নিয়ে জানায়, ২৬ বছর বয়সী নেসারের মা-বাবা মিশরীয়। বাবা-মায়ের কর্মস্থল কুয়েতে তার শৈশব কেটেছে। এরপর ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ঘোরদৌড়ে তার আগ্রহ জাগে।
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা ও অর্থনীতিতে পড়াশুনা করেছেন নেসার। তিনি একজন পেশাদার ঘোড়দৌড়বিদ। এই মিশরীয় তরুণ ইংরেজি, ফরাসি ও আরবিতে অনর্গল কথা বলতে পারদর্শী।
নাসের ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এফইআই ওয়ার্ল্ড কাপ জিতেন ৩৮.১৫ সেকেন্ড সময় নিয়ে।
লে প্যারিসিয়ানের মতে, ঘোড়দৌড়ই জেনিফার ও নাসেরকে কাছাকাছি এনেছে। খুব শিগগিরই তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
নিউজওয়ান২৪.কম
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো