মার্কিন জোটের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা হয়েছে। এ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার প্রদেশের হাজিন শহরের উপকণ্ঠের আল বুকান গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
মার্কিন জোটের মুখপাত্র কর্নেল শন রায়ান ইউফ্রেতিস নদীর পূর্ব তীরের হাজিনের বুকান অঞ্চলে হামলার কথা স্বীকার করলেও সাধারণ মানুষের হতাহতের বিষয়টি নাকচ করে দিয়েছেন।
এর আগে গত শুক্রবার মার্কিন জোটের জঙ্গিবিমান দেইর আয জোর প্রদেশের আল শাফা গ্রামে কয়েক দফা বোমা হামলা চালায়। সেই হামলার ঘটনায় তিনজন নারী এবং পাঁচ শিশুসহ ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরো বেশ কিছু মানুষ।
এদিকে, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে অভিযান চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন কুর্দি-আরব বাহিনীসহ দেশটির সরকারি বাহিনী। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলের জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা সবশেষ এলাকাও পুনরুদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী।
পর্যবেক্ষকদের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দামেস্ক ও সুয়েদা প্রদেশের মধ্যবর্তী অঞ্চল থেকে আইএস সদস্যদের হটিয়ে পুনরায় সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী। সরকারি বাহিনীর অভিযানের মুখে আইএস সদস্যরা ওই এলাকা ছেড়ে পূর্বাঞ্চলীয় বাদিয়া মরুভূমির দিকে সরে যেতে বাধ্য হয়। এরমধ্য দিয়ে আইএসের দখলে থাকা সর্বশেষ ওই অঞ্চলটি আসাদ বাহিনী পুনরুদ্ধার করলো বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন