ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩, ২৬ নভেম্বর ২০১৮  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

 

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলায় সোমবার ভোরে চারাগাছবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। উপজেলার বৌলগ্রাম ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোহাম্মাদ আলী। সে ফেনী জেলার দাগনভূঞার বাসিন্দা। অপর নিহত হলেন চারাগাছের মালিক। তার নাম খোকন। সে পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার জগন্নাথ গ্রামের আবদুল হাকিমের ছেলে।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা হতাহতদের উদ্ধার করেছেন। মারাত্মক আহত আবদুল মালেককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলপার হৃদয়কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত