ঢাকা, ১২ মার্চ, ২০২৫
সর্বশেষ:

মাদক সেবন, বহন ও বিক্রির অপরাধে গ্রেফতার ৭৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ২৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে মাদক সেবন, বহন ও বিক্রির অপরাধে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে থানা-পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা অংশ নেন।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ৭৭ জনের কাছ থেকে ১ হাজার ৩৩৩টি ইয়াবা, ৬৩২ গ্রাম ১হাজার ৬৩০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৬৮৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল, আড়াই লিটার দেশী মদ ও ৩৬টি ইনজেকশন উদ্ধার করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫১টি মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত