ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

মসজিদে মোদী, মুসলমানদের ভোট পেতে ছলচাতুরী করছেন তিনি!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৯-এর লোকসভা নির্বাচনকে ঘিরে ভোটারদের আশে-পাশে ঘুরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এমনকি নির্বাচনে মুসলমানদের ভোট পেতে মসজিদে মসজিদে যাচ্ছেন হিন্দুবাদী কট্টরপন্থী এই নেতা।

পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ইদ্রিস আলী ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে থাকে তৃণমূল। এবার সেই ভোটে ভাগ বসাতে মোদি চালাকির আশ্রয় নিয়েছেন। 

বাস্তবে মুসলিমদের একটি ভোটও বিজেপি পাবে না। মুসলিমরা জানে, তিনি ইসলামের শত্রু।

ইদ্রিস আলি আরো বলেন, নরেন্দ্র মোদি একসময় সবার সামনে টুপি পরতে চাননি আর আজ তিনি মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছেন। এসব চালাকি সকলেই বোঝে। এভাবে উনি সংখ্যালঘুদের ভোট পাবেন না। গত পাঁচ বছর বিজেপি পুরো ভারতে অশান্তি ছড়িয়েছে।

মুসলমানদের ভোট পেতে মসজিদে মসজিদে যাওয়ার ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলো এও মনে করছে, হয়তো’বা নির্বাচনের কারণে এই প্রথমবারের মতো মোদী কোনো মসজিদ উদ্বোধনে গেছেন।

চলতি মাসের ১৪ তারিখ বোহরা মুসলিম সমাজের ধর্মগুরু সাইয়াদেনা আলীকদর সাইফুদ্দিনের আমন্ত্রণে ইন্দোরে একটি মসজিদ উদ্বোধন যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুসলিম সমাজের ভেতর একমাত্র বোহরা সম্প্রদায়কেই নরেন্দ্র মোদি মাঝেমধ্যে প্রশংসা করে থাকেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত