মতলব উত্তরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা
চাঁদপুর প্রতিনিধি

ছবি: নিউজওয়ান২৪
নীল আকাশে সাদা মেঘের ভেলা বলে দেয় দেবী দুর্গার আগমনী বার্তা। আর এ জন্য প্রস্তুতি চলছে সর্বত্র। চাঁদপুরের মতলব উত্তরে এবার ২৯টি মণ্ডপে প্রতিমা তৈরির ব্যস্ততা বেড়েছে। বছরের অন্য সময় খুব একটা চাহিদা না থাকলেও পূজার সময়টুকু প্রতিমা কারিগরদের কর্মব্যস্ততা বাড়ে কয়েকগুণ।
দরজায় কড়া নাড়ছে দেবী দুর্গা। ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে দেবীর আগমনে শষ্য উৎপাদন হবে, হবে শান্তি প্রতিষ্ঠা।
উৎসবের কেন্দ্রবিন্দু প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। বিচালি ও কাদামাটি দিয়ে দেবীর প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত তারা। পরম যত্নে তৈরি করছেন দেবী দুর্গা, সরস্বতি, কার্তিক, গনেশসহ বিভিন্ন প্রতিমা। ছোট মণ্ডপের প্রতিমার দাম পড়বে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা। আর বড় মণ্ডপের প্রতিমার দাম পড়বে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা। বছরের অন্যান্য সময় তেমন একটা প্রতিমা তৈরির কাজ না থাকলেও এ সময়টা কাজ করে তা পুষিয়ে নেয়ার চেষ্টা করেন কারিগররা।
মায়ের আগমনে বিশ্ব মঙ্গলময় হোক এমনটাই প্রত্যাশা করছেন পুরোহিত বলরাম গোস্বামী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন বলে জানালেন পূজা উদযাপন কমিটির প্রভাত চন্দ্র ভৈৗমিক।
মতলব উত্তর উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম-সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ জানান, পূজামণ্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এবারের শারদীয় দুর্গাপূজা সবার কাছে আনন্দময় ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। কোনো প্রকার জঙ্গি হামলা ছাড়াই যেন পূজা শেষ করতে পারে এমনটাই প্রত্যাশা সবার সনাতন ধর্মাবলম্বীদের।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ধর্মীয় উৎসব পালনের জন্য সব ধরনের প্রস্ততি নিয়েছে উপজেলা প্রশাসন।
মতলব উত্তর থানার থানার ওসি মো. কবির হোসেন জানান, মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশের সঙ্গে আনছার ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। পুলিশ ও আনসারের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া সব পূজা কমিটির সঙ্গে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগও থাকবে।
মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মণ্ডপগুলোতে পূজা উদযাপন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকেও সার্বিক নজরদারি রয়েছে। যাতে কেউ পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা