ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ভারতে বাস-স্কুলভ্যান সংঘর্ষে ৭ শিক্ষার্থী নিহত

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের মধ্যপ্রদেশে বাস-স্কুলভ্যান সংঘর্ষে ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। এ সময় ভ্যান চালকও নিহত হয়েছে বলে জানা গিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানায়, মধ্যপ্রদেশের সাতনায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুলভ্যানের। সাতনার পুলিশ অফিসার সন্তোষ সিং গৌড় বলেন, স্কুলভ্যানে কমপক্ষে ৭জনের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যান চালকও নিহত হয়।হতাহতরা সবাই সাতনার লাকি কনভেন্ট স্কুলের ছাত্রছাত্রী।

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি লিখেছেন, সাতনার সড়কদুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত। মৃত শিশুদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত