ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ভারতে দ্বিতীয় দফার ৯৭ আসনে ভোট শুরু

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ এপ্রিল ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ১৩টি রাজ্যের ৯৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ৷

সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনে দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ, আসাম, বিহার, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মনিপুর, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড় এবং পন্ডিচেরিতে ভোট হচ্ছে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে ভোট।

লোকসভা নির্বাচনের পাশাপাশি কয়েকটি জায়গায় বিধানসভা উপ-নির্বাচন হবে। 

একসপ্তাহ আগে প্রথম দফার নির্বাচনে দেশজুড়ে ৬৯.৪৩ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে পশ্চিমবঙ্গের দুটি আসনে ভোট পড়ে ৮০ শতাংশেরও বেশি, আর সবচেয়ে কম ভোট পড়েছিল বিহারে। দুই দফার নির্বাচন শেষ হওয়ার পর আরো পাঁচ দফায় ভোট হবে। ২৩ মে ভোটের ফল ঘোষণা হবে। 

আসামের ও বিহারের পাঁচটি কেন্দ্রে, জম্মু-কাশ্মীরে দুটি কেন্দ্রে, কর্নাটকের ১৪টি আসনে, মহারাষ্ট্রে ১০টি আসনে, মনিপুরের একটি কেন্দ্রে, ওড়িশার তিনটি কেন্দ্রে, তামিলনাড়ুর প্রতিটি আসনে (ভেলোর কেন্দ্র ছাড়া), উত্তর প্রদেশের ৮টি, পশ্চিমবঙ্গের ৩টি কেন্দ্রে, পণ্ডিতের একটি আসন এবং ছত্রিশগড়ের তিনটি আসনে ভোটগ্রহণ হচ্ছে।

দ্বিতীয় দফা নির্বাচনের আগে রাজ্যের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। তার আগে আইএএস অফিসার অজয় নায়ককে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন।

এর আগে রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। প্রথমে যিনি ওই পদে এসেছিলেন তাকে নিয়ে বিতর্ক দেখা দেয়। তৃণমূলের তরফে ওই কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি সিপিএম থেকে শুরু করে অন্য দলগুলোও প্রতিবাদ করে। শেষমেষ পুলিশ পর্যবেক্ষক বদলে দেয়া হয়, নতুন পুলিশ পর্যবেক্ষণ বিবেক দুবে।

এদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৩৬, মোট ভোটগ্রহণ কেন্দ্র ১৮৯৯, ৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

রাজ্যের অন্য লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি মোট ভোটার: ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯, ভোটগ্রহণ কেন্দ্র: ১৮৬৮, জলপাইগুড়িতে ৪৯ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷

তৃতীয় কেন্দ্রটি হল রায়গঞ্জ ৷ রায়গঞ্জের  মোট ভোটার ২০ লক্ষ ৪২ হাজার ৬২৪, ভোটগ্রহণ কেন্দ্র: ২০৭৬, রায়গঞ্জে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত