ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ব্রাজিলে ব্যাংক ডাকাত-জিম্মিসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ৮ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

শুক্রবার রাতে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারার মিলাগ্রেস শহরে ওই ঘটনা ঘটেছে। ব্রাজিলের কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় ছয় ডাকাত ও তাদের হাতে জিম্মি থাকা এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।  

প্রদেশটির গভর্নরের একজন মুখপাত্র বার্তা সংস্থা বলেছেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ছয়জন পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন।

মিলাগ্রেসের মেয়র লিয়েলসন লান্ডিন রেডিও ব্যান্ড নিউজকে বলেন, ডাকাতরা ওই শিশুসহ যে চারজনকে জিম্মি করেছিল তারা সবাই একই পরিবারের সদস্য ছিল। তিনি বলেন, ওই পরিবার  নিকটবর্তী একটি বিমানবন্দরে যাওয়ার সময় পালাতে থাকা ডাকাতরা তাদের তুলে নেয়।

লান্ডিন বলেন, ‘অপরাধীরা জিম্মিদের হত্যা করে এবং পুলিশ অপরাধীদের হত্যা করে।’

ব্রাজিলের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ওই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং নিহত কিশোরের বয়স ছিল ১৪ বছর।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৩০ মিনিটের দিকে দুই ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতরা। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিটের মতো বন্দুকযুদ্ধ চলে।

সুত্র:আল-জাজিরা। 

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত