ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ব্যক্তিগত সচেতনতাই পারে করোনা থেকে রক্ষা করতে: রেলপথমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ৮ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, বিশ্বের অনেক উন্নত দেশ তাদের নাগরিকদের করোনাভাইরাসের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে পারেনি। তবে আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় সাধারণ মানুষ টিকা পাচ্ছেন। আর ব্যক্তিগত সচেতনতাই পারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখতে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজে নিরাপদ ও অপরকে নিরাপদে রাখতে এবং করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি যারা টিকাগ্রহণ করেননি, তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় জেলা ও দায়রা জজ শরিফ হোসেন হায়দার, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও পৌর মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন এবং টিকাগ্রহণ করেন।

পঞ্চগড়ে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রথমধাপে ৪১ হাজার ৪২১ জনকে টিকা দেওযা হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা প্রদানের জন্য পঞ্চগড় স্বাস্থ্যবিভাগ দুই হাজার ৪০০ ভায়াল টিকা পেয়েছে।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত