ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

‘বিষতুল্য পেশা’য় ত্যক্ত-বিরক্ত সাংবাদিকের ‘বিদঘুটে প্রতিবাদ’

বটতলা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ২৫ অক্টোবর ২০১৬   আপডেট: ১৫:৩৪, ২৮ অক্টোবর ২০১৬

নাম ও পেশা বদলে রিপোর্টার জিম এখন ডালাস স্টিল             -ফাইল ফটো

নাম ও পেশা বদলে রিপোর্টার জিম এখন ডালাস স্টিল -ফাইল ফটো

শুধু সেইরকম দমবদ্ধ একটা পরিবেশ থেকে নিস্তার পেতেই আমি এটা করেছি যা আমার কাছে বিষতুল্য ঠেকছিল। সংবাদ পাঠ এবং তা লোকজনের কাছে পৌঁছানোটা্ আমি খুবই পছন্দ করতাম। কিন্তু কর্তৃপক্ষের সেই অমানবিক চাপের ঠেলায় হাঁপিয়ে উঠি যার মূল লক্ষ্য হচ্ছে- টিআরপি (দর্শক সংখ্যা) বাড়াতে সংবাদকে সত্যমিথ্যা দিয়ে যে কোনোভাবে সেনশসনাল করাটাই জরুরি।

এই কথাগুলো জিম ওয়াকার নামে মার্কিন মুল্লুকের এক সাংবাদিকের। তবে তিনি এখন আর সাংবাদিক পেশায় নেই। ২৩ বছরের অতি দীর্ঘ পেশা ছেড়ে তিনি এখন পর্ন ছবিতে কাজ করা শুরু করেছেন।

রিপোর্টার কিংবা উপস্থাপক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই সাংবাদিকের কাছে মনে হয়েছে- ওই ধরনের হাত-পা বাঁধা সাংবাদিকতার চেয়ে এটাই শ্রেয়ঃ।

অবশ্য ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দার এমন কাণ্ডে সবাই হতবাক। নিজের কাজ বা কর্মপরিবেশ নিয়ে হতাশা আসতেই পারে। তার মোকাবেলায় অন্য অনেক পন্থা-কৌশল আছে। কিন্তু তাই বলে…

অভিজ্ঞজনদের মত হচ্ছে- কিছু স্বার্থান্ধ কর্পোরেট মিডিয়াবাজের নীতি-নৈতিকতাবর্জিত কর্মকাণ্ডের একধরনের প্রতীকি প্রতিবাদ হিসেবে এই পথ বেছে নিয়েছেন জিম। তার ‘বিবেকের দংশনের’ প্রশংসাও করছেন কেউ কেউ।

তবে আসল ঘটনা যাই হোক- বিষয়টি বেশ আলোড়ন তুলেছে সেখানকার মিডিয়াসহ সব মহলে। এনবিটি

নিউজওয়ান২৪.কম/এমআরকে  

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত