ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২০ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার আনুমানিক ভোর ৪টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রব্বানী (২৫) ওই উপজেলার তারাঞ্জুবাড়ি গ্রামের পশিরউদ্দিন পশিরের পুত্র।

এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ জানান, শুক্রবার দিবাগত রাতে রব্বানীসহ ৭/৮ জন গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৫/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সীমান্তের আনুমানিক ৫০০ গজ ওপারে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে রব্বানী নিহত হন। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়।

এ ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত