ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বাস চাপায় ভটভটি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ২৮ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় শ্যামলী পরিবহনের বাস চাপায় চাঁন মিয়া (৩৫) নামের এক ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। 

হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় একটি অটোমিল থেকে চালবোঝাই করে ভটভটিটি মহাসড়কের ওই স্থান পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-০৯৫২) ওই ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটির চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা  চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  দুর্ঘটনার পরপরই  বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত