ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বাসের ধাক্কায় শিশু আহত, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ২০ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে বাসের ধাক্কায় আনাফ রহমান লাবিব (৮) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। 

এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় শিশুটি কোমড়ে আঘাত পেয়েছে। জরুরিভিত্তিতে তার চিকিৎসা চলছে।

শিশুটির মা নিগার সুলতানা জানান, মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ১ম শ্রেণির ছাত্র লাবিব। গতকাল স্কুল শেষে বাবা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে মগবাজারের বাসায় ফিরছিল সে। এমতাবস্থায় মালিবাগ সুপার মার্কেটের সামনে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে শিশুটি পড়ে গেলে ওই বাসটি শিশুটির ওপর উঠে পড়ে। পরে বাসের নিচ থেকে শিশুটিকে বের করা হয়। 

রামপুরা থানার ওসি এনামুল হক জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। 

দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে কিছুটা ভাঙচুর করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত