ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

বন্দুকযুদ্ধে মুন্সীগঞ্জের ‘মাদক বিক্রেতা’ তাজেল নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩২, ১৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি মাদক বিক্রেতা মোহাম্মদ তাজেল (৩৬) নিহত হয়েছেন। তিনি ছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালীর বাঘড়ার রুদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম খোরশেদ ওরফে ইউনুস শেখের পুত্র।

এদিকে, শুক্রবার গভীর রাতে বন্দুকযুদ্ধের ঘটনায় আহত পুলিশের এএসআই কাউসার, কনস্টেবল শহিদুল ও সজল খানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, তিনটি পিস্তলের গুলি, ১০১ পিস ইয়াবা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তাজেলের বিরুদ্ধে শ্রীনগর থানায় ১০টি মামলা রয়েছে। তার মধ্যে একটি ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাজেলকে যশোরের মনিরামপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারে মদনখালী যাওয়ার পথে পৌঁছালে তার সহযোগিরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তাজেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোলাগুলিতে আহত হন। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত