ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ২১:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাদের তলব করে চিঠি পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, তাদের বুধবার দুদকে হাজির হতে বলা হয়েছে।

ফারমার্স ব্যাংকের সাবেক এমডি শামীম ছাড়া যাদের তলব করা হয়েছে তারা হলেন- ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক অপারেশন ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়।

এর আগে এ বছরের ৬ মে একই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে নিরঞ্জন ও শাহজাহান নামের দুজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান অভিযোগটি অনুসন্ধান করছেন।

নিউজওয়ান২৪.কম/টিআর

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত