ফলনে খুশি, দামে কী তাই?
নড়াইল প্রতিনিধি

ফাইল ছবি
নড়াইলে বাণিজ্যিকভাবে সুপারির চাষে বাগান থেকে সুপারি সংগ্রহ করে হাটে নিয়ে বিক্রয় করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বছর সুপারির ভাল ফলন হলেও নায্য দাম পাচ্ছেন না বলে তাদের অভিযোগ।
স্থানীয় চাহিদা মিটিয়ে সুপারি যাচ্ছে নোয়াখালি, লক্ষিপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায়। সুপারির দাম কম হওয়ায় এবছরে চাষিদের মনে কোনো আনন্দ নেই। তাদের অভিযোগ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাদের নায্য দাম থেকে তাদেরকে বঞ্চিত করছেন। মূলধন খাটিয়ে সারা মৌসুমে কষ্ট করে সুপারির চাষ করলেও এবছর সুপারির দাম অনেক কম। এতে তাদের খরচও উঠবে না।
অ্যাড়েন্দা বাজারের ব্যাবসায়ী নয়ন শেখ বলেন, গত বছরের তুলনায় এবছর সুপারির দাম কিছুটা কম। তবে কিছুদিন পর দাম একটু বাড়তে পারে। স্থানীয় ভাবে ২০০টি সুপারিতে এক কুড়ি হয়। বর্তমান বাজারে প্রতি কুড়ি সুপারি ১৭০ থেকে ২২০ টাকা দরে বিক্রয় হচ্ছে।
চাষিরা জানান, অন্যান্য ফসলের তুলনায় সুপারি চাষে তুলনা মূলক খরচ অনেক কম। চারা লাগানোর প্রথম ২-৩ বছর একটু কষ্ট করতে হয়। ৫-৬ বছর পর গাছে ফল আসে। একবার ফল আসলে একাধারে অন্তত ৪০ বছর ফল পাওয়া যায়। তবে এ বছর বাজারে সুপারির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ।
লোহাগড়া উপজেলার অ্যাড়েন্দা গ্রামের সুপারি চাষি মিলন শেখ জানায়, সুপারির ফলন মোটামুটি ভাল হয়েছে। তবে বাজারে সুপারির দাম অনেক কম। তার অভিযোগ বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকের করে সুপারির দাম কমাচ্ছে। এভাবে চলতে থাকলে চাষিরা এই চাষ থেকে আগ্রহ হারিয়ে ফেলবে বলে মন্তব্য করেন তিনি।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান, এখানকার মাটি সুপারি চাষের জন্য খুব উপযোগী। এবছর ৭৫০ হেক্টর জমিতে এ চাষ করা হয়েছে। এক হেক্টোর জমিতে ভাল ফলন হলে ২.৬৮ মে.ট. সুপারি উৎপাদন হয়। একটি গাছ থেকে অন্তত ৩৫ থেকে ৪০ বছর একভাবে ফল পাওয়া যায়। আমরা তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছি। দিনে দিনে এ চাষের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা