ফজর ও এশার জামাতের গুরত্ব
ধর্ম ডেস্ক

ফাইল ফটো
নবি করীম (সা.) বলেছেন, ‘ফজর ও এশার নামাজ মুনাফিকদের জন্য খুবই কষ্টকর। এ নামাজ দু‘টি জামাতে আদায় করায় কত যে পুন্য রয়েছে, তা যদি লোকেরা জানতে পারত, তবে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শরীক হত’। (বুখারী ও মুসলিম)।
হজরত ইবনে ওমর (রা.) বলেন, আমাদের মধ্যে কেউ যদি এশা ও ফজরের জামাতে উপস্থিত না হত, তবে আমরা মনে করতাম, হয়ত সে মুনাফিক হয়ে গেছে । (তিবরানী, ইবনে খুযায়মা)।
শাইখ উবায়দুল্লাহ বিন ওমর কাওয়ারীরী (রহ.) বলেন, ‘এশার নামাজ জামাতে পড়তে আমার কখনো ভুল হয়নি। এক রাতে আমার বাড়িতে এক মেহমান আসলেন।
তাকে নিয়ে ব্যস্ত থাকায় এশার জামাতে শরীক হতে পারিনি। বসরা শহরের সকল মসজিদে তালাশ করে দেখলাম, সবাই এশার নামাজ পড়ে মসজিদগুলো বন্ধ করে দিয়েছে । রাসূর (সা.) বলেছেন, ‘একাকী নামাজের চেয়ে জামাতের নামাজে ২৭ গুন সওয়াব’। অতএব বাড়ি ফিরে আমি ২৭ বার এশার নামাজ পড়লাম। রাতে স্বপ্নে দেখলাম। আমি এক ঘোড় সওয়ার দলের সঙ্গে ঘোড় দৗড়ের প্রতিযোগিতা করছি কিন্তু আমি সবার পেছনে পড়ে যাচ্ছি। তাদের একজন বলল, তুমি আমাদেরকে কখনোই ধরতে পারবে না। কেননা আমরা এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি । আর তুমি একাকী আদায় করেছ’।
নিউজওযান২৪.কম/আ.রাফি
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’