ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

‘প্লিজ আসুন! অজগর আমার নাক কামড়ে ধরে আছে’

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ৩০ জুলাই ২০১৭   আপডেট: ২০:২৭, ৩০ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জরুরি সেবার ৯১১ নম্বরে ফোন করে অদ্ভুৎ কথা শোনালেন এক নারী। কথোপকথন ছিল এরকম.. ‘প্লিজ আসুন! একটি অজগর সাপ আমার নাক কামড়ে ধরে আছে।’

ওপর প্রান্ত থেকে অপারেটরের বিস্মিত কণ্ঠ, ‘ম্যা`ম কী কামড়ে ধরে আছে? মানে আপনার মুখে আটকে থাকা একটি অজগর নিয়ে আপনি কথা বলছেন?’

কাকুতির স্বরে ঐ নারী ব্যাখ্যা করলেন ৫ ফুট ৫ ইঞ্চির একটি সাপ তাকে জড়িয়ে ধরেছে এবং তার নাকে কামড় দিয়েছে।

সেই নারীকে অবশ্য সাপের কবল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অগ্নিযোদ্ধারা দেখেন, বাড়ির সামনে গলায় সাপ জড়ানো অবস্থায় পড়ে রয়েছেন ঐ নারী। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

‘সাপটি তার ঘাড় জড়িয়ে ছিল এবং নাক কামড় দিয়ে ধরে রেখেছিল"- ওহাইও-র ফায়ার সার্ভিসের প্রধান টিম কার্ড স্থানীয় ক্রনিকল টেলিগ্রাম পত্রিকাকে বলেন, ‘ওই নারীর মুখ থেকে সাপটি ছোটাতে তাদেরকে ছুরি দিয়ে সাপটির মাথা কেটে ফেলতে হয়।’

অজগরটি নারীকে এমনভাবে জড়িয়ে ধরেছিল, যাতে রক্ত এবং অক্সিজেন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে যেতে না পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার ঐ ঘটনার পর আক্রান্ত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার কাছে আরো ১১ টি সাপ রয়েছে বলেও এই নারী জানিয়েছেন। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম।

নিউজওয়ান২৪.কম

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত