ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

প্রেম প্রস্তাব প্রত্যাহার: শিক্ষিকার দুহাত ভেঙে দিল বখাটে

গেরামের খবর

প্রকাশিত: ১১:০১, ১৫ মার্চ ২০১৭  

প্রেমের প্রস্তাব প্রত্যাহার করায় শ্রেণিকক্ষে ঢুকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে এক শিক্ষিকার হাত ভেঙে দিয়েছে বখাটে।

১৪ মার্চ মঙ্গলবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত স্কুলশিক্ষিকার নাম মিসফা সুলতানা (২৫)। তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ফজু সওদাগর বাড়ির মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মেয়ে এবং পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

গুরুতর আহত স্কুলশিক্ষিকা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারী বখাটে আহসান উল্লাহকে (৩৩) স্থানীয়রা আটক করে পটিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

এদিকে বখাটে যুবকের শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও এলাকাবাসী।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত