ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পৃথিবীর অন্যতম বাসঅযোগ্য শহরের জম্বি নাগরিকেরা...

মেহেদী হক, কার্টুনিস্ট

প্রকাশিত: ১১:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ১৯:০১, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

মাস সাতেক আগের কথা, দ্বিধাবিভক্ত ঢাকার মেয়র ইলেকশন হতে যাচ্ছে, চারিদিকে সাজ সাজ রব। প্রবল সম্ভাবনাময় প্রার্থীদের একজন ল্যাটারালি তাঁর ক্যারিশমা নিয়ে ঢুকে গেছেন, আরেকজন পৌত্রপৌত্রাদিক্রমে আসছেন। দুইজনেরই দুই ধরনের বিচিত্র অভিজ্ঞতা থাকার কথা।

আমরা পৃথিবীর অন্যতম বাসের অযোগ্য শহরের জম্বি নাগরিকেরা আবারো তাও আশায় বুক বাঁধি এই ভেবে যে, অন্তত আগের প্রাগৈতিহাসিক টাইপ যে কারো চেয়ে এরা কাজের হবেন। আমাদের প্রত্যাশা যে খুবই অল্প। অন্তত অসভ্যের মত রাস্তার মাঝখানে নোংরা গার্বেজ কন্টেইনার থেকে ময়লাটা উপচে না পড়ুক। রাতের বেলা সব রাস্তার বাতিগুলি জ্বলুক। বৃষ্টির সময় পানি জমুক- আবার সময়মত নেমেও যাক। জ্যামটা একটু সহনীয় হোক। ফুটপাতে একটু হাঁটা যাক।

সাত মাস পরের বাস্তবতা হল, ময়লা যেভাবে উপচে পড়ত সেভাবেই পড়ছে, ধুলায় ধূসরিত ঢাকায় মানুষ যুদ্ধবিদ্ধস্ত শহরের পরিবেশে ঘুরছে। রাতের বেলা আগের মতই অনেক সড়ক শ্মশান-বান্ধব। এ সবের মধ্যে হঠাৎ `দৃশ্যমান` পরিবর্তন হচ্ছে ঢাকার মূল সমস্যার সাথে নিতান্তই তুচ্ছ সম্পর্ক আছে এমন একটা ট্রাক স্ট্যান্ড খালি হওয়া। `বনানী-গুলশান রিপাবলিক`-এ সিসি ক্যামেরা বসে যাওয়া, ড্রেনে ঢুকে ময়লা কাটার কোটি টাকার মেশিন চলে আসা।

তবে সব কিছু ছাপিয়েছে গতকালের (১৪ ফেব্রুয়ারি) আনন্দ কনসার্ট। নগর পরিকল্পনার সমস্ত জ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাত মাস পরের ময়লা সরানো/জনগণকে `সচেতন` (যদিও একটা চিপসের প্যাকেট ফেলতে গেলে আপনাকে এক কিলো হেঁটে গারবেজ ক্যান ফেলার মোটামুটি সঠিক কোনো জায়গা খুঁজতে হবে) করার জন্য প্রথম সমাধান হিসেবে এসেছে গান। শুনলাম কারিনা কাপুর নামের বলিউডের এক হিরোইনেরও আসার কথা ছিল। তাঁর না আসায় ইজ্জত রক্ষার খুব একটা ইতর বিশেষ হল কি?

অচিরেই ঢাকার রাস্তা-ঘাটে অন্তত সিটি করপোরেশনের গারবেজ কন্টেইনার সভ্যভাবে ম্যানেজ করা হবে এবং একটা ময়লা ফেলতে এক কিলো হাঁটতে হবে না এই কামনায় শেষ করি।

(সূত্র: ফেসবুক, কার্টুন সৌজন্যে: নিউ এইজ)

নিউজওয়ান২৪.কম/এসআর

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত