পুরস্কারের নাম অস্কার কেন?
বটতলা ডেস্ক

অস্কার পুরস্কারের নাম ‘অস্কার’ কেন সে ইতিহাস অনেকেই জানেন না। ৩৪ সে.মি. লম্বা গোল্ড প্লেটেড পুরুষ মূর্তিটির নাম ‘অস্কার’ কীভাবে হলো তার রয়েছে এক মজার কাহিনী।
১৯২৭ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। চলচ্চিত্রশিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই অ্যাকাডেমি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়। তাছাড়া পুরস্কারের জন্য একটি ক্রেস্ট বা মূর্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
সোনায় মোড়া একটি পুরুষ মূর্তি, হাতে একটি তলোয়ার, মূর্তিটি দাঁড়িয়ে আছে একটি ফিল্ম রোলের উপর।তখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড হিসাবেই এটি পরিচিতি ছিল। ১৯৩১ সাল পর্যন্ত ‘অস্কার’ নাম হয়নি। ১৯৩১ সালে অ্যাকাডেমির লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক একদিন মূর্তিটি দেখে বলে ওঠেন, ‘আরে, এটা দেখতে তো একদম আমার চাচা অস্কারের মতো!’। অস্কার নামটি খুব ভালো লেগে যায় অ্যাকাডেমি কর্তৃপক্ষের। তখন থেকেই স্ট্যাচুটির নাম হয়ে যায় ‘অস্কার’।
বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম-এর শিল্প নির্দেশক সেডরিক গিবসন অস্কার পদকের নকশা করেন। লস এঞ্জেলেসের ভাস্কর জর্জ স্ট্যানলি এই নকশা অবলম্বনে ত্রিমাত্রিক ট্রফি নির্মাণ করেন। সাড়ে ১৩ ইঞ্চি উচ্চতার এই পদকটির ওজন সাড়ে আট পাউন্ড।
ব্রোঞ্জের এই পদকটি ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো।শুধু সোনার দিয়ে আবরণ দিয়ে তৈরী করা হয়েছে। একটি ট্রোফি তৈরি করতে কত সময় লাগে১২ থেকে ১৪ ঘন্টাএবং ট্রোফি তৈরি করতে ৫ শ` মার্কিন ডলার লাগে।
গুরুত্বপূর্ণ বিষয় হল তা সব হাতের তৈরি, কোনো মেশিন ব্যবহার করে নাএবং ১৫টি পর্যায়ের মাধ্যমে তৈরী করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর সরবরাহ কমে যাওয়াও তিন বছর অস্কার পদকটি রঙ করা প্লাস্টারে বানানো হয়। যুদ্ধ শেষে অবশ্য এই পদকগুলো ফেরত নিয়ে নতুন করে ধাতু ও সোনায় মোড়ানো পদক দেয়।
নিউজওয়ান২৪.কম
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো