পা ফাঁকা করে বসায় নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আচেহ প্রদেশে নতুন নিয়ম চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মেয়েরা মোটরসাইকেলে দুই পা ফাঁক করে বসতে পারবে না। তাদেরকে বসতে হবে একদিকে পা দিয়ে।
আচেহ প্রদেশের লুকসুমাও নগরের প্রশাসনিক কর্মকর্তা দসনি ইউসার এই বিষয়ে বলেছেন, আমরা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। এখানে এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। আচেহতে কোনো সমালোচনা শোনা যাচ্ছে না।
মোটরসাইকেলে বিধিসম্মতভাবে কীভাবে বসতে হবে- তা সাধারণ মানুষকে জানাতে ইতোমধ্যে উদ্যোগও গ্রহণ করেছেন ইউসার। তিনি জানান, এ বিষয়ে লুকসুমাওয়ে ৫০টি ব্যানার টাঙানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি অফিসে এবং গ্রামে এই আইনের বিষয়ে লিফলেট বিলানো হয়েছে।
শহরের মেয়র সুয়াইদি ইয়াহিয়া, যিনি এই আইনের প্রস্তাব করেছিলেন, ৭ জানুয়ারি জনসমক্ষে দেয়া এক ভাষণে বলেছেন, ‘নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে এই আইন চালু করা হয়নি। বরং আচেহতে শরিয়াহ আইন বাস্তবায়নের লক্ষ্যে এটা করা হয়েছে।’
মেয়েদের এক পাশে পা দিয়ে বসার পক্ষে আরেকটি যুক্তি দেখেয়েছেন ইয়াহিয়া। তার কথা হচ্ছে, মেয়েরা দুই পা ফাঁক করে পেছনে বসলে নাকি মোটরসাইকেলের পুরুষ চালকরা উত্তেজিত হয়। তবে মেয়েরা যখন নিজেরা মোটরসাইকেল চালাবেন তখন তারা দুইপা ফাঁক করে সেটিতে বসতে পারবেন। তবে এক্ষেত্রে সম্পূর্ণ ইসলামি পোশাক পরতে হবে তাদেরকে।
২০০৯ সালে আচেহতে শরিয়াহ আইনের একটি সংস্করণ চালু করা হয়। ইন্দোনেশিয়ার কোনো প্রদেশে এই আইন চালুর ঘটনা এই প্রথম। সেই থেকে অবশ্য জনসাধারণের নৈতিক দায়িত্ববিষয়ক বিভিন্ন উপ-বিধি প্রকাশ করছে প্রদেশটির কর্তৃপক্ষ।
মালয়েশিয়াতে শরিয়াহ আইন চালু থাকলেও সেখানে মেয়েদের পা ফাঁক করে মোটরসাইকেলে বসার ক্ষেত্রে কোনো বাধা নেই। বরং মেয়েরা একদিকে পা দিয়ে বসাটা সেখানে নিষিদ্ধ। একপাশে পা দিয়ে বসায় অনেককে গ্রেফতারও করা হয়েছে সেখানে। কেননা, এভাবে বসলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
নিউজওয়ান২৪/জেডএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন