ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পাতাল রেলের দরজায় আটকে গেল মাথা (ভিডিও)

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ৮ এপ্রিল ২০১৭  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেলের দরজায় মাথা আটকে গেল এক মধ্যবয়সী নারীর। তার সামনে দিয়ে অসংখ্য মানুষ আসা যাওয়া করলেও কেউ যেন দেখেনি তাকে। ইনস্টাগ্রামে এমন একটি চাঞ্চল্যকর ভিডিও ক্লিপ শেয়ার করার পর ভাইরাল হয়ে যায়। পোস্ট করার ১২ ঘন্টার মধ্যেই দেখা হয় ১২ লাখের ও বেশি বার।

ভিডিওতে দেখা যায় পাতাল ট্রেনটির একটি কামরায় দরজায় মাথা আটকে রয়েছে এক নারীর। সে মধ্যবয়সী নারীর মাথাটি বাইরে থাকলেও পুরো শরীর ভেতরে আটকে ছিল। ট্রেনটি তখন দাঁড়িয়ে ছিল। সে সময় করিডোর দিয়ে হেঁটে যান অনেক যাত্রী। তার মধ্যে ছিলেন মেট্রোপলিটান ট্রান্সপোর্টেশন কর্তৃপক্ষের ইউনিফর্ম পরিহিত এক নারীও।

ক্লিপে দেখা যায় সে নারীর মাথাটা দরজায় আটকে আছে, হাতে হ্যান্ডব্যাগ ঝুলছে আর পুরো শরীর ভেতরে। অবস্থা দেখে মনে হচ্ছে সে নারী নিজের এই অবস্থা নিয়ে বেশি ভাবিত নয়। কারণ সে কারো সাহায্য চাচ্ছিলো না। তবে সে নারীর পেছনে এক ব্যক্তিকে জোরে কথা বলতে দেখা যায়। তিনি দরজা খোলার জন্য চেঁচাচ্ছিলেন। প্লাটফর্মে অন্য একটি ট্রেন থেকে ভিডিওটি করা হয়েছে বলে মনে হচ্ছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা সে ভিডিওর নিচে বিভিন্ন উত্তেজক মন্তব্য লিখতে দেখা যায়। ‘কেউ সাহায্য করতে এলোনা। তাদের জন্য লজ্জা’, এমন মন্তব্য লিখেন একজন। অপর একজন লিখেন, ‘কেউ দাড়ালো না! ব্যাপারটা খুবই আশঙ্কাজনক।’

আবার যিনি ভিডিওটি করেছেন তাকেও একহাত দেখিয়ে দিয়েছেন কেউ কেউ। দরজায় মাথা আটকে পড়া নারীটিকে উদ্ধার না করে কেন ভিডিও করলো সে সমালোচনা করেছেন অনেকে। ‘ক্যামেরার পেছনে তো একটা মানুষ ছিল। সে মহিলাকে সাহায্য না করে তার ভিডিও করেছেন।’

ভিডিওটি শেষ হয়ে যাওয়াতে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না সে নারী কখন সেই আটকাবস্থা থেকে মুক্ত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি

নিউজওয়ান২৪.কম

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত