পাঁচ বাঙালি হত্যাকাণ্ডে উত্তাল আসাম
নিউজ ডেস্ক

ফাইল ছবি
ভারতের আসাম রাজ্যে পাঁচ বাঙালিকে হত্যা করার ঘটনায় আসামজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আসামের বাংলাভাষী তিরিশটি সংগঠন এ হত্যার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা বন্ধ পালনের পর শনিবার পুনরায় বনধ্ ডেকেছে।
একটি চায়ের দোকানের সামনে থেকে সাত বাঙালিকে অপহরণ করে বৃহস্পতিবার রাতে ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড় করিয়ে তাদের গুলি করা হয়। ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন।
এদিকে পুলিশের সন্দেহ, আসামের জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (উলফা-স্বাধীন) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে সংগঠনটি হত্যার দায় অস্বীকার করেছে।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া সহদেব নমঃশূদ্রেরও সন্দেহ, যারা হামলা চালিয়েছে তারা উলফা জঙ্গিগোষ্ঠীর সদস্য। নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক সুকুমার বিশ্বাস বলছেন, বাঙালিদের মনে আতঙ্ক ছড়াতেই এই হত্যাকাণ্ড।
তিনি বলেন, তিন দিন আগেই উলফার আলোচনাপন্থী নেতারা হুমকি দিয়েছিলেন। তারা বলেছিলেন, এনআরসি-র বিরুদ্ধে যে বাঙালিরা বাড়াবাড়ি করছে, তাদের ঘরে ঘরে ঢুকে মারা হবে।
এ ঘটনায় নিহতরা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস এবং ধনঞ্জয় নমঃশূদ্র। এতে আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
শুক্রবার সকাল থেকে নিহত ওই পাঁচ ব্যক্তির মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন বাংলাভাষী সংগঠনের সদস্যরা। জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। শুক্রবার সকালেই বাংলাভাষী মানুষের মনে ফিরে আসে নব্বইয়ের আতঙ্ক। এছাড়া কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটে।
এদিকে আসামের এই হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়া পশ্চিবমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রতিক্রিয়া জানান। এই ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে শিলিগুড়িতে অবস্থান করছিলেন।
এক টুইট বার্তায় মমতা বলেন, তিনসুকিয়ার নৃশংস হামলার নিন্দা করছি। এটা কি নাগরিক পঞ্জির ফল? নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই। দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) হালনাগাদ করা এবং নাগরিকত্ব আইন পরিবর্তন করা, এ দুই ইস্যুতে অসমীয়া এবং বাঙালিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ১৯৭১ সালের ২৪ মার্চের পরেও যেসব বাংলাভাষী আসামে এসেছেন - বিশেষত বাংলাদেশ থেকে তাদের নাগরিকত্ব দেয়ার ইস্যুতে গেল কয়েক সপ্তাহ ধরেই উত্তাল ছিল আসাম।
নিউজওয়ান২৪/জেডএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন