ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১১:৫৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ১২:০৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

পটুয়াখালী: পটুয়াখালীর বাদঘাট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাওলা মৃধা নামে (৩৬) এক ব্যক্তি নিহত হয়েছে। র‌্যাব-৮ জানিয়েছে, পটুয়াখালী শহরের কালিকাপুরের বাসিন্দা মাওলা মৃধা পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি ছিলেন।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ফজলুর রহমান বলছেন, সোমবার ভোর পাঁচটার দিকে শহরের হেতালিয়া বাদঘাট এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বন্দুক, বেশ কিছু গুলি ছাড়াও ৬০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে ফজলুর রহমান জানান।

র‌্যাব-৮ কর্মকর্তা কমান্ডার ফজলুর জানান, কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের বাদঘাট এলাকায় জাহাঙ্গীর খন্দকারের রেইনট্রি বাগানে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখান যায়। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। জবাবে র‌্যাবও পাল্টা গুলি করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে মাওলা মৃধাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃধাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের স্বজনদের কারও বক্তব্য জানা যায়নি।

নিউজওয়ান২৪.কম/ওকে

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত