ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নেপালে বৈশাখী ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত কমপক্ষে ২৫

প্রকাশিত: ১০:৫১, ১ এপ্রিল ২০১৯  

হিমালয় কন্যা নেপালে গতকাল (রবিবার) রাতের প্রচণ্ড ঝড়ড় বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণ নেপালের দুই জেলা বারা ও পারসার ওপর দিয়ে সন্ধ্যার পর শুরু হয় ভয়াবহ ঝড়-বৃষ্টির তাণ্ডব।হিমালয়ান টাইমস-এর খবরে বলা হয় গুরুতর পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কাজে সেনাবাহিনী নামানো হয়েছে।

রাজধানী কাঠমাণ্ড‌ু থেকে ১২৫ কিলোমিটার দূরের বারা ও পারসার একাধিক গ্রামে আঘত হানে বৈশাখী ঝড়। এতে কেমপক্ষে ২৫ নিহত হয়েছে আর আহত হয়েছে কমপক্ষে ৪০০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এশিয়া টাইম্‌স

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত