নুসরাত হত্যার দায় স্বীকার নুর-শামীমের
নিজস্ব প্রতিবেদক

ছবি সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার এজহারভুক্ত আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম।
রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে দুজন জবানবন্দি দেন। দুপুর ২টা ৫৫ মিনিট থেকে রাত পৌনে ১টা পর্যন্ত তা চলে।
১টা ৫ মিনিটে পিবিআই’র স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের এএসপি তাহেরুল হক চৌহান সংবাদমাধ্যমকে ব্রিফ করেন।
তিনি বলেন, পিবিআই এ মামলার দায়িত্ব পাওয়ার চার দিনের মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের হাতে সোপর্দ করেছে। তদন্ত কর্মকর্তা আইনের মধ্যে থেকে আদালতের সামনে অভিযুক্তদের হাজির করেছেন। আদালত দীর্ঘ সময় ধরে মামলার এজহারভুক্ত আসামীদের সিআরপিসির ১৬৪ ধারায় জবানবন্দি পরীক্ষা-নিরীক্ষা ও জিজ্ঞাসা করেছেন। আসামি দুজন আদালতের কাছে নিজের স্বীকারোক্তি দিয়েছেন। তারা পুরো ঘটনাটি আদালতকে জানিয়েছেন। কিভাবে আগুন দেয়া হয়েছে, কারা ঘটনাটি ঘটিয়েছেন, কোন আঙ্গিকে ঘটানো হয়েছে, সব বিষয়গুলো এসেছে জবানবন্দিতে। শিগগিরই আরো বিস্তারিত সংবাদমাধ্যমকে জানানো হবে।
এএসপি তাহেরুল বলেন, আসামিরা অপরাধ স্বীকার করেছেন। কয়েকজন সংশ্লিষ্ট ছিল, পরিকল্পনায় কারা অংশ নিয়েছেন। তারা জেলখানা (সিরাজ উদ-দৌলা) থেকে হুকুম পেয়েছেন।
পিবিআই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৩ জনের নাম এসেছে। এছাড়া বিচ্ছিন্নভাবে কিছু নাম এসেছে। আমরা যাচাই-বাছাই ও অন্যান্য তথ্য-উপাত্ত খতিয়ে দেখে, সে বিষয়ে নিশ্চিত হতে পারবো।
চৌহান বলেন, নুসরাতের গায়ে আগুন দেয়ার সঙ্গে সরাসরি যে চারজন জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দুজন গ্রেফতার আছে। বাকি দু জনকে গ্রেফতারে অভিযান চলছে। যেকোনো সময় ভালো খবর জানানো যাবে।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা