নিরুপম সেন আর নেই
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
পশ্চিমবঙ্গের সাবেক শিল্পমন্ত্রী ও সিপিআইএম নেতা নিরুপম সেন আর নেই। সোমবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
২০১৩ সালে সেরিব্রালে আক্রান্ত হন তিনি। এরপর থেকেই গত কয়েক বছর ধরে তিনি অসুস্থ।
সাম্প্রতিককালে খুবই অসুস্থ ছিলেন তিনি। সংক্রমণজনিত কারণে কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকে।
চিকিৎসকরা তাকে ‘লাইফ সাপোর্ট’ ব্যবস্থায় রাখেন। কিন্তু সেই প্রচেষ্টাও কাজে আসেনি। কয়েকদিন আগেই হাসপাতালে অসুস্থ নিরুপমকে দেখে যান দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটরা। দলের এই সিনিয়র নেতার মৃত্যুতে শোকস্তব্ধ দলীয় নেতৃত্ব।
আজই হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সল্টলেকের বাড়িতে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ‘পিস হেভেন’এ। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে তার নিথর দেহ। ওইদিন বিকালে বর্ধমানে নিরুপম সেনের শেষকৃত্য সম্পন্ন হবে।
২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বাম ক্ষমতাসীন থাকার সময় রাজ্যটির শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন। সিঙ্গুরে টাটা কোম্পানির ‘ন্যানো’ কারখানা না গড়ে ওঠা নিয়ে যে বিতর্ক তৈরি হয়-তাতে নাম জড়িয়েছিল এই নেতার। দীর্ঘদিন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি তথা কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোরও সদস্য ছিলেন তিনি।
নিউজওয়ান২৪/ইরু
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন