ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নিম্নকক্ষে জয় পেতে চলেছে ডেমোক্রেটরা

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: ১০:৩৩, ৭ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতিহাস যেমন উপাত্ত দিয়েছিল তাই হতে চলছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে। ভোট গ্রহণ শেষ দেখা গেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে চলেছে ডেমোক্রেটরা। 

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টার মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা।
 
প্রাথমিক এই ফলাফলে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি উচ্চকক্ষ বলে পরিচিত সিনেটের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে।
 
এদিকে সিএনএনের এক বিশ্লেষণে বলা হচ্ছে, সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫০। অন্যদিকে ডেমোক্রেটদের আসন সংখ্যা ৩৮।

আর প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৪০। রিপাবলিকানদের ১৩৯। 

যদিও এ রিপোর্ট এখনো চূড়ান্ত নয়। এখনো অনেক আসনের ভোট গণনা চলছে।

যদি এ নির্বাচনে রিপাবলিকানদের হাত থেকে নিম্ন কক্ষ হাতছাড়া হয়ে যায়, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ক্ষমতার মেয়াদের বাকি দু’বছর খুব জটিল অবস্থার মধ্য দিয়ে চলতে হবে।    

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত