ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নরসিংদীতে দুই পক্ষের সংর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল করিমপুরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার  সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে। 

সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগারগোত গ্রামের চাঁন মিয়ার ছেলে আনোয়ার আলী (৪৫) ও একই গ্রামের আহমদ আলীর ছেলে মোতালিব মিয়া (৪০)।

নিহত আনোয়ার আলী ইউপি সদস্য বাচ্চু মিয়া এবং মোতালিব আওয়ামী লীগ নেতা কামাল সরকারের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বগারগোত গ্রামের আধিপত্য বিস্তার কেন্দ্র করে বাচ্চু মিয়া ও কামাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বেশ কয়েকবার টেঁটাযুদ্ধের ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত