ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ধর্মঘটে এবার কান ধরে উঠবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ২৯ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাচ্ছে পরিবহন শ্রমিকরা। এর আগে ধর্মঘটের প্রথম দিনে চালকদের মারধর ও মুখে পোড়া মবিল মাখিয়েছেন পরিবহন শ্রমিকরা।

এদিকে আজ (সোমবার) সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করিয়েছে পরিবহন শ্রমিকরা।

গতকাল পরিবহন চালকসহ স্কুলছাত্রীরা গায়েও পোড়া মবিল লাগিয়ে দেয় শ্রমিকরা। এছাড়া সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষককেও ছাড় দেননি তারা।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছেন, পুলিশ যেন তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত